জার্মানি, ফ্রান্স, ইতালির পর বুচা শহরে বেসামরিক নাগরিকদের হত্যা নিয়ে এবার ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইতালি।
বুধবার গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার কূটনীতিক মিশনের ১২ সদস্যকে পারসোনা নন গ্রাটা (অবাঞ্ছিত) ঘোষণা করা হয়েছে।
এথেন্সে অবস্থিত রুশ রাষ্ট্রদূতকে ঘটনা অবহিত করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার পর্তুগাল, সুইডেন, স্পেন, এস্তানিয়া, ডেনমার্ক রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয়। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল