ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা রাশিয়া। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের প্রশাসন বারবারই দাবি করে আসছে মার্কিন মিত্রদের দেওয়া এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তেমন কিছু হবে না।
তবে এবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বললেন, যুক্তরাষ্ট্রের দেওয়া এসবেরব্যাংক ও আলফা ওপর নিষেধাজ্ঞা সরাসরি সাধারণ রুশ নাগরিকদের ওপর প্রভাব ফেলবে।
রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোভ এই মার্কিন নিষেধাজ্ঞাকে ক্রমাগত আক্রমণ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, ঋণ শোধ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যুক্তরাষ্ট্র রাশিয়ার সুনাম নষ্ট করতে চাইছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল