ইউক্রেনের উদ্দেশ্যে চেক প্রজাতন্ত্রের জিলাভা শহর থেকে ট্যাংকবাহী ট্রেন যাত্রা শুরু করেছে। এমন খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গেল মঙ্গলবার চেকপ্রজাতন্ত্রের প্রতিরক্ষমন্ত্রী জানা কেরনেকোভা জানিয়েছিলেন, ইউক্রেনে প্রয়োজনীয় সামরিক সহায়তা সরঞ্জাম পাঠানো হবে।
জানা গেছে, যে ট্যাংকগুলো ইউক্রেনে পাঠাচ্ছে চেক প্রজাতন্ত্র সেগুলো সোভিয়েত ইউনিয়ন কিংবা রাশিয়ায় তৈরি করা।
এদিকে শক্তিশালী রুশ বাহিনীকে পরাস্ত করতে ট্যাংকবিধ্বংসী সুইচব্লেড ড্রোন চালানো শেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আত্মঘাতী এই ড্রোনটি ‘কামিকাজে ড্রোন’ নামে পরিচিত। এমন খবরও দিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল