পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব বাতিলের বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দিতে পারে। রায় সামনে রেখে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ রায় সামনে রেখে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাকিস্তানের জিও টেলিভিশন দাঙ্গা পুলিশ অবস্থান নিচ্ছে এমন ফুটেজ প্রচার করেছে। এছাড়া আদালতমুখি প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বানদিল জানান, বৃহস্পতিবার শুনানির বিষয়ে রুল জারি করা হতে পারে। তিনি বলেন, আজকেই আমরা রায় দিতে পারি।
বিডিপ্রতিদিন/কবিরুল