অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ শহরগুলো। আন্দোলনকারী সাধারণ মানুষ ও বিরোধী দল সবাই যৌথভাবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানাচ্ছেন। এরইমধ্যে জানা গেছে দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে তিনি দেশ ছেড়েছেন বলে জানিয়েছে লঙ্কান গণমাধ্যম সিলন টুডে।
সিলন টুডের বিমানবন্দর প্রতিনিধি বলেছেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিরুপমা রাজাপাকসে দুবাইয়ের উদ্দেশে শ্রীলঙ্কা ছেড়েছেন। কলম্বোর অদূরে কাতুনায়েকের বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস এমিরেটসের ইকে-৬৫৫ ফ্লাইটে তিনি শ্রীলঙ্কা ছাড়েন।
সিলন টুডের প্রকাশিত ছবিতেও লাগেজ হাতে বিমানবন্দরে এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে নিরুপমার দেশ ছাড়ার বিষয়ে শ্রীলঙ্কা সরকার বা ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কোনও বক্তব্যও হাজির করেনি সিলন টুডে।
নিরুপমা গোতাবায়ার ও মাহিন্দা রাজাপাকসের চাচাতো বোন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বিষয়ক উপমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি শ্রীলঙ্কার এমপি ছিলেন।
বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের গোপন অর্থ লেনদেনের ১ কোটি ২০ লাখ গোপন নথি ফাঁস হয়। সেই প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতেও নিরুপমার নাম ছিল।
সূত্র: সিলন টুডে
বিডি প্রতিদিন/নাজমুল