পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর নেতা শাহবাজ শরীফ। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো পিটিআই নেতা ইমরান খান বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রই তার সরকারের পতনের পেছনে কলকাঠি নেড়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ অস্বীকার করে। বিরোধী দলীয় নেতা শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজ সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‘গণতান্ত্রিক পাকিস্তান চায় যুক্তরাষ্ট্র।’
গত শনিবার মধ্যরাতে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলীয় জোট। ‘যুক্তরাষ্ট্র সমর্থিত’ নতুন প্রধানমন্ত্রীকে মেনে নিতে অস্বীকার করেছেন ইমরান। যদিও জো বাইডেন প্রশাসন পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেছে।
জেন সাকি হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা সাংবিধানিক গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখাকে সমর্থন করি। আমরা কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা দেই না।’
সূত্র : জিওটিভি
বিডি প্রতিদিন/ফারজানা