ইউক্রেনে সেনা অভিযানের পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্ব। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার জ্বালানি খাতও আছে। অনেক দেশ তো আবার রাশিয়ার জ্বালানি তেল বয়কটেরও ডাক দিয়েছে। কেউ আবার রুশ তেলের বিকল্প খুঁজছে।
এই অবস্থায় রাশিয়ার তেলের ওপর দেওয়া জ্বালানি নিষেধাজ্ঞার পরিণাম ভালো হবে না বলে উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করেছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। সোমবার ওপেকের মহাসচিব মোহাম্মদ বারকিন্দো বলেন, এসব নিষেধাজ্ঞায় তেল সরবরাহ ব্যবস্থার ইতিহাসে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হবে। এতে ইউরোপে যে তেল সংকট তৈরি হবে, তা পূরণের বিকল্প কোনও উৎস নেই।
ইউরোপে জ্বালানির একটা বড় অংশ রাশিয়া থেকে আসে। বিশেষজ্ঞরাও তাই সতর্কতা দিয়েছেন। জ্বালানি সরবরাহ বন্ধ করার এ চেষ্টা ভয়ংকর ফল বয়ে আনবে। বিশেষ করে, জার্মানির গোটা শিল্পব্যবস্থায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রিয়াভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানি ওএমভির প্রধান ইতোমধ্যে বলেই দিয়েছেন, রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করাটা তাঁর দেশের জন্য অসম্ভব।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল