আগামী দুই/তিন সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকায় রাশিয়া হামলা জোরদার করবে বলে দাবি করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় ইউক্রেন পরিস্থিতি নিয়ে হালনাগাদ এই দাবি করে।
বার্তায় যুক্তরাজ্য দাবি করেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক এবং লুহানস্ক (যা ডোনবাস নামে পরিচিত), খেরসন এবং মাইকোলাইভের দক্ষিণের শহরগুলোর আশেপাশে আরও হামলা জোরদার করবে রাশিয়া।
গোয়েন্দাদের মতে, রুশ বাহিনীকে ক্রামাটোরস্কের দিকে পাঠানো হচ্ছে। গত সপ্তাহে একটি রেলস্টেশনে রকেট হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া বেলারুশ হয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন সেনা মোতায়েন অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত। স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে মঙ্গলবার ৪৮তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী। ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেরনিহিভ থেকে পিছু হঁটতে বাধ্য হয় রুশ বাহিনী। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম