প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন নিজের কার্যালয়েও গেছেন শাহবাজ শরীফ। তবুও পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদে কারা থাকছে সে বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি।
তবে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ মঙ্গলবার রাতেই মন্ত্রিপরিষদে কারা থাকছেন চূড়ান্ত করবেন মুসলিম লিগ-নওয়াজের নেতা শাহবাজ।
আজকেই শাহবাজ তার মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করতে যাচ্ছেন বলেও জানিয়েছে জিও। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতা রানা সানাউল্লাহ হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর মারিয়াম নওয়াজ পেতে পারেন তথ্যমন্ত্রীর পদ। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগে থেকে শোনা যাচ্ছিল পিপিপি নেতা বিলাওয়ালের নাম।
মন্ত্রিসভায় শাহবাজের দল ১২ টি মন্ত্রীর পদ নিজেদের দখলে রাখতে পারে, পাকিস্তান পিপলস পার্টি পেতে পারে ৭ টি, আর জেইউআই-এফ পেতে যাচ্ছে ৪টি। এছাড়াও বাকি দুয়েকটি দলকেও দেওয়া হতে পারে একটি-দুটি করে মন্ত্রীত্বের ভার। এমন খবরই জানিয়েছে জিও নিউজ।
সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল