ইউক্রেনের একতরফা দাবির কারণে শান্তি আলোচনা লাইনচ্যুত হয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুদ্ধাপরাধের ব্যাপারে ইউক্রেনের ‘মিথ্যা অভিযোগ’ এবং নিরাপত্তার ব্যাপারে অতিরিক্ত গ্যারান্টি চাওয়ায় শান্তি আলোচনায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ সময় পুতিন তিনি বলেন, তার দেশের সেনারা ইউক্রেনে মহৎ লক্ষ্য অর্জন করবেন। পাশাপাশি তার বক্তব্যে এটাও ওঠে এসেছে যে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান এখনই থামছে না। বরং এটি দীর্ঘায়িত হবে। কারণ পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেন রুশ ভাষাভাষীদের রক্ষার জন্য রাশিয়া বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিশেষ সেনা অভিযান অব্যাহত থাকবে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশের অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহারের পর জনসমক্ষে প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
এদিকে জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা চালিয়ে যাওয়া খুবই কঠিন, তবে এটা চলমান থাকবে।
বিডি প্রতিদিন/আবু জাফর