রাশিয়ার আর্কটিক অঞ্চল ও উত্তর সাগর এলাকার উন্নয়নের নানা বিষয় নিয়ে বুধবার আলোচনায় বসেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সভায় থেকে পুতিন অভিযোগ করেছেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলো আর্কটিক অঞ্চলের সরবরাহ ব্যবস্থাকে ধংস করে দিচ্ছে।
তবে এসময় কোনও দেশের নাম উল্লেখ করেননি পুতিন। ইউক্রেনে সেনা অভিযানের বিষয়টিও সামনে আনেননি। তবে বলেছেন, পশ্চিমারা রাশিয়ার সাথে স্বাভাবিকভাবে সহায়তা করার বিষয়টি প্রত্যাখান করেছে। বিশেষ করে জ্বালানি সেক্টরে, এর ফলে ইউরোপসহ যুক্তরাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল