অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা। বিক্ষুব্ধরা এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ইসরাইলি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল ও পেট্রোল বোমা ছোড়ে বলে জানায় গণমাধ্যম।
ইসরাইলের দমন-পীড়নমূলক অভিযানের প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয় ফিলিস্তিনিরা। অভিযানের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের দফায় সংঘর্ষ হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম