নাইজেরিয়ার মধ্যাঞ্চলের প্লাতেউও রাজ্যের বিভিন্ন গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৪ জন হয়েছে। আরও হামলার আশঙ্কায় প্রায় ৪ হাজার ৮০০ মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছেন। গত রবিবার মোটরসাইকেলে একদল বন্দুকধারী গ্রামের মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। খবর আল-জাজিরার।
খবরে বলা হয়েছে, একদল বন্দুকধারী মোটরসাইকেলে গ্রামগুলোতে যায়। মানুষকে লক্ষ্য করে নির্বিচার গুলি করতে থাকে। তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায়। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বাড়িঘর ও দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর যারা পালানোর বা অন্যত্র লুকানোর চেষ্টা করছিল, তাদের গুলি করে বন্দুকধারীরা। ওই হামলার পর কয়েক দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জন হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ