দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি আহতের সংখ্যা ১৫০ জন ছাড়িয়েছে।
স্থাপনা পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শুক্রবার ভোরের পূর্বে ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গনে প্রবেশ কর। ওই সময় হাজারো প্রার্থনাকারী মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফিলিস্তিনিদের পাথর এবং ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে দেখা গেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জরুরি পরিষেবা জানিয়েছে, অধিকাংশ আহতকে তারা হাসপাতালে ভর্তি করেছেন। মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট গুলি করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকসদের প্রবেশ করতে দেয়নি।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা অন্তত ৩০০ জনকে গ্রেফতার করেছেন। যদিও ফিলিস্তিনি সূত্র বলছে, এই সংখ্যা চারশ হবে।
মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে খ্যাত। তারাও এটিকে তাদের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে থাকে। বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল