খাদের কিনার থেকে পুরোপুরি খাদে পড়ে যাওয়া শ্রীলঙ্কা ক’দিন আগেই নিজেদের ‘দেউলিয়া’ ঘোষণা করেছে। দেশটি জানিয়েছে তাদের এই খাদ থেকে উঠতে আপাতত তিন থেকে চারশ’ কোটি ডলার চাই-ই চাই।
তবে বাহ্যত কোনও দেশই এত বড় সহায়তা নিয়ে লঙ্কা সরকারের পাশে দাঁড়াতে আগ্রহ দেখাচ্ছে না। তাই এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করেছে দেশটি।
শ্রীলঙ্কা সরকারে একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে ৪০০ কোটি ডলার সহায়তার প্রত্যাশায় আইএমএফের সাথে বৈঠক করবে। দেশটির নব-নির্বাচিত অর্থমন্ত্রী আলি সাবরির প্রত্যাশা ১৮ এপ্রিল থেকে ধার দাতাদের সাথে তারা সমঝোতা বৈঠক শুরু করতে পারবেন।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কাকে মূল ধারায় ফেরাতে আমাদে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক তহবিল দরকার।’
এদিকে প্রবাসী শ্রীলঙ্কানদের কাছে নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। খাদ্য ও জ্বালানির ব্যয় মেটাতে এ অর্থ চাওয়া হয়েছে। আমদানি করতে যতোটুকু বৈদেশিক মুদ্রার দরকার, তাও নেই বর্তমান শ্রীলঙ্কা সরকারের হাতে। এর আগে ৫১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধে অক্ষমতার কথা জানিয়েছিল শ্রীলঙ্কা।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল