পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, “আপনি (ইমরান খান) ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য একটি বিপজ্জনক খেলা খেলেছেন। সময় এসেছে ইমরান খানকে ‘তার প্রতিটি মিথ্যা’ এবং ‘কেবল ক্ষমতার স্বার্থে (দেশের) জাতীয় নিরাপত্তা নিয়ে খেলার নিন্দনীয় প্রচেষ্টার’ জবাবদিহি করতে হবে।” খবর ডনের।
গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এ অভিযোগ করেন। মরিয়ম সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ তার (ইমরান খান) মিথ্যাচার ফাঁস হয়ে গেছে। এখন সাহস দেখান এবং মুখোমুখি হন।’ এদিকে, অনাস্থা ভোটে ক্ষমতা হারানো পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ২১ এপ্রিল জনগণের জন্য আরও বড় চমক নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন ফারুখ হাবিব নামে ইমরানের দল পিটিআইয়ের একজন সিনিয়র নেতা।
২১ এপ্রিল লাহোরে জনসভা করবেন ইমরান। ফারুখ হাবিব জানান, সেদিন লাহোরের মিনার-ই-পাকিস্তানে জনগণের উদ্দেশে বড় ঘোষণা দেবেন সাবেক প্রধানমন্ত্রী। এই ঘোষণাটি ইমরান খানের আগের সকল চমকের চেয়েও বড় চমক হবে। ইতিমধ্যেই তারা তাদের বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। তারা বিভিন্ন জায়গায় জনসভা করবেন।
তিনি আরও বলেন, নারী, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের নিয়ে আলাদা সভা করবেন। ১৬ তারিখে করাচিতে, এরপর ২১ তারিখে লাহোরে এবং ২৩ তারিখে আরেকটি শহরে জনসভা করবেন ইমরান খান। আমরা শাহবাজ শরীফকে স্পষ্ট বার্তা দিতে চাই। পাকিস্তানে কোনো আমদানিকৃত সরকার চলবে না। আমরা সরকারকে তাদের কার্যক্রম চালাতে দেবো না।
সূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া ও পাকিস্তান টুডে।
বিডি-প্রতিদিন/শফিক