ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইস্টার সানডের ভাষণে তিনি এই আহ্বান জানান।
আর্চবিশপ বলেন, ইস্টার শান্তির সময়, রক্তপাত এবং কঠোরতার নয়।
তিনি বলেন, সেনা প্রত্যাহার করে রাশিয়া যুদ্ধবিরতি করুক এবং আলোচনার অঙ্গীকার করুক।
খ্রিস্ট ধর্মের বিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিস্টের মৃত্যুর তৃতীয় দিনে তিনি ফিরে আসেন। পুনরুত্থানের ওই রোববারটি ইস্টার সানডে হিসেবে পালিত হয়। যিশুখ্রিস্টের এই ফিরে আসা স্মরণে দেশে দেশে খ্রিস্টধর্মাবলম্বীরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের ভেতর দিয়ে দিনটি পালন করেন।
রবিবার ইস্টার সানডের অনুষ্ঠানে খ্রিস্টধর্মের শীর্ষ গুরু পোপ ফ্রান্সিস বলেন, আমরা অনেক রক্ত দেখেছি, অনেক সহিংসতা দেখেছি। আমাদের হৃদয় ভয় এবং কষ্টে পরিপূর্ণ। এ সময় তিনি ইউক্রেনে শান্তি এবং নতুন ভোরের প্রত্যাশা করেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল