গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
এদিকে, ইউক্রেনের সেনাবাহিনীর কাছে তাদের প্রয়োজনীয় সব অস্ত্র থাকলে ইতিমধ্যেই যুদ্ধ শেষ হয়ে যেতো বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যদি আমাদের প্রয়োজনীয় সব অস্ত্রের অনুমতি থাকতো, যেগুলো আমাদের অংশীদারদের কাছে রয়েছে এবং যা রাশিয়ার ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল। তাহলে আমরা ইতিমধ্যেই এই যুদ্ধ শেষ করে ফেলতাম।’
তিনি বলেন, ‘এটি অন্যায়। কারণ, তার দেশ এখনো এর অংশীদাররা বছরের পর বছর ধরে কোথায় কী সঞ্চয় করেছে, তা জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ