ইউক্রেনের সীমান্তবর্তী এলাকার ৬০ কিলোমিটারের মধ্যে ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী যন্ত্র বসিয়ে রাশিয়া। আজ রবিবার এই দাবি করেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
বাহিনীটি জানিয়েছে, ‘অদল-বদল করে বেলগোরোদ এলাকায় শত্রুরা তাদের সেনা সংখ্যা বাড়ানোয় মনোযোগ দিয়েছে।’
বাহিনীটি আরও জানিয়েছে, ‘তথ্য বলছে ইস্কান্দার-এম লঞ্চার ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার এলাকার মধ্যে মোতায়েন করা হয়েছে।’
তবে রাশিয়া এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। বেলগোরোদ ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান অঞ্চল।
ইস্কান্দার এক ধরনের চলমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটা ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষমতাও আছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল