মস্কোর হুঁশিয়ারির পরও রুশ সীমান্তে মর্টার হামলার অভিযোগ উঠেছে। আঞ্চলিক গভর্নর সিএনএনের কাছে এই অভিযোগ করেছেন।
খবরে বলা হয়েছে, রাশিয়ার কুরুস্ক অঞ্চলের ক্রুপেটস গ্রামের তল্লাশি চৌকিতে মর্টার আঘাত হেনেছে।
আঞ্চলিক গভর্নর রোমানা স্টারোভোয়ত এক টেলিগ্রাম বার্তায় বলেন, আজ (শুক্রবার) সকালে সীমান্তের কাছে রিলস্কি জেলা শান্তিপূর্ণ ছিল না। বেলা ৮টার দিকে ক্রুপেটস গ্রামে মর্টারের গোলা আঘাত হানে। যেখান থেকে মর্টার নিক্ষেপ করা হয় সেখানে প্রতিশোধমূলক পাল্টা গোলা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ইউক্রেন সীমান্তের রুশ এই অঞ্চলে প্রায়ই গোলা আঘাত হানছে বলে দাবি গভর্নর স্টারোভোয়তের। সোমবার দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করারও দাবি করেন তিনি।
রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরদ্ধে আন্তঃসীমান্তে হামলার অভিযোগ তুলছেন। তবে ইউক্রেনীয় বাহিনী বলছে, ইউক্রেন বিরোধী মনোভব তৈরি করার জন্য এই অভিযোগ করা হচ্ছে।
ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে সম্প্রতি একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেনের সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরের শহরে সর্বশেষ বুধবার দিনের শুরুতে কয়েকটি বিস্ফোরণ ঘটে।
রাশিয়া এই হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়ার সীমানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জবাবহীন থাকবে না। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল