রাশিয়ার অভ্যন্তরীণ অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বুধবার সংবাদ সম্মেলনে পুতিনের এই ঘনিষ্ঠ সহযোগী আরও জানান, রাশিয়ায় ‘মার্শাল ল’ জারির কোনো সম্ভাবনা নেই।
সাংবাদিকরা জানতে চান- পুতিন ‘মার্শাল ল’ জারির কোনো পরিকল্পনা করছে কিনা। জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ‘না, পরিকল্পনায় এটা নেই’।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সতর্ক করে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে বিজয়েও হয়তো রাশিয়ার আক্রমণ থামবে না।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস সিনেটের শুনানিতে বলেন, আগামী কয়েকমাস অপ্রত্যাশিতভাবে রাশিয়ান আক্রমণ বৃদ্ধি পাবে। বর্তমান প্রবণতা প্রেসিডেন্ট পুতিনকে আরও বেশি কঠোর হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। পুতিন রাশিয়ায় সামরিক আইন জারি করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল