মুখরোচক কথা আর চিড়ে ভেজানো আশ্বাসে শ্রীলঙ্কার বিক্ষোভকারীদের মন গলাতে ব্যর্থ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীদের দাবি মেনে পদত্যাগ করতে রাজিন নন গোতাবায়া।
বুধবার রাতের ভাষণে গোতাবায়া বলেছেন, তিনি প্রেসিডেন্সি ক্ষমতার কিছুটা পার্লামেন্টের হাতে ন্যস্ত করবেন। তবে কবে নাগাদ সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে সে বিষয়েও কোন সুনির্দিষ্ট রূপরেখা দেননি গোতাবায়া।
ফলে বিক্ষোভকারীরাও সন্তুষ্ট হতে পারেনি। কলম্বোর বিক্ষোভকারী কিভিন্দিয়া থেন্নাকোন বিবিসিকে বলেছেন, ‘তিনি গত ৩০ দিন কোথায় ছিলেন? মানুষের ওষুধ নেই, খাদ্য নেই। ... যে সে সংস্কারের কথা বলছে, তা আমাদের দরকার নেই। আমরা চাই সে এখন পদত্যাগ করুক।’
অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, ‘একজনের পতন হয়েছে (প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পতন), আরেক জনকে ধাক্কা দিয়ে বের করতে হবে।’
এক টুইট ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার উচিত আপনার মন্ত্রী ও আপন ভাই মাহিন্দাকে তাদের গুণ্ডাদের লেলিয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া। তারা যেন আর বোকামি না করে, শ্রীলঙ্কা যাতে আরও সহিংস পরিস্থির মুখোমুখি না হয়।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল