শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানিয়েছেন, শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে। সাথে মন্ত্রিসভায়ও আসবে নতুন সব মুখ।
দেশব্যাপী গণবিক্ষোভের মুখে গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রেসিডেন্ট গোতাবায়াও পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পেরে বিক্ষোভের এক মাস পর প্রথমবার মুখ খুলেছেন।
সবকিছু পাল্টালেও নিজ পদ ছাড়তে চাইছেন না গোতাবায়া, তাই মাহিন্দার ছেড়ে দেওয়া প্রধানমন্ত্রীর পদে কে বসছেন, সেটাই এখন মুখ্য আলোচনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, পরবর্তী লঙ্কান প্রধানমন্ত্রী হতে পারেন রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার এই সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে গোতাবায়ার জন্য নিরাপদ অপশন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে গোতাবায়ার এই সিদ্ধান্তে বিরোধীদের সায় না মেলার শঙ্কাই বেশি।
অন্যদিকে শ্রীলঙ্কার অন্যতম বিরোধী দল সামাজি জানা বালাবউইগেয়ায়া (এসজিবে)-এর প্রধান সাজিথ প্রেমাদাসা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হতে রাজি, তবে গোতাবায়াকে অবশ্যই প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল