ফিনল্যান্ডের শীর্ষ নেতৃত্ব (প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী) পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পক্ষে মত প্রকাশ করেছেন। এই ঘোষণায় ন্যাটো জানিয়েছে— আবেদন করলে ফিনল্যান্ডকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে।
ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ ফিনল্যান্ড নেতৃবৃন্দের মতামত ‘সার্বভৌম সিদ্ধান্ত’ উল্লেখ করে বলেন, ন্যাটো এই সিদ্ধান্তকে সম্মান জানাই। ফিনল্যান্ডের আবেদন সাদরে গ্রহণ করা হবে মন্তব্য করে তিনি বলেন, জোটে অন্তর্ভুক্ত প্রক্রিয়া মসৃণ এবং দ্রুত হবে।
এদিকে ক্রেমলিন বলেছে, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান রাশিয়ার জন্য হুমকিস্বরূপ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিশ্চিতভাবে রাশিয়ার জন্য হুমকিস্বরূপ। ফিনল্যান্ড ইইউর নেওয়া ‘অবন্ধুত্বপূর্ণ উদ্যোগে অংশ নিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল