ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন অভিযোগ করে বলেছেন, রাশিয়া ‘বিশ্ব শৃঙ্খলার জন্য সরাসরি হুমকি। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
জাপানের রাজধানীতে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও উপস্থিত ছিলেন।
ইইউ কমিশনের প্রেসিডেন্ট ভন দার লিয়েন বলেন, ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়া বিশ্ব শৃঙ্খলার জন্য সরাসরি সর্ববৃহৎ হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুধু ইউরোপের বিষয় নয়, এটি এশিয়াসহ আন্তর্জাতিক শৃঙ্খলার ভিতকে নাড়িয়ে দিয়েছে। কোনোভাবে এটা সহ্য করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল