নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করছে পশ্চিমারা, সাথে বৈশ্বিক সঙ্কটও উস্কে দিচ্ছে। বৃহস্পতিবার এমন দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেছেন, ইউরোপীয় অঞ্চলে মুদ্রাস্ফীতি বেড়েছে। ওইসব এলাকায় সবমিলিয়ে পণ্যের দামও বেড়েছে ১১ শতাংশ।
রসিয়া টোয়েন্টি ফোর টিভিতে প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা অব্যাহত রাখলে পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপীয় ইউনিয় অপূরনীয় ক্ষতির মুখে পড়বে।’
পশ্চিমারা বিশ্বে নিজেদের আধিপত্য বহাল রাখতে এমনটা করছে বলেও অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল