অস্ট্রেলিয়ার একটি নির্বাচনী প্রচারের অনুষ্ঠানে হাজির উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের সামনেই ঘটে এই ঘটনা। গ্লাডিস লুই নামের আইনপ্রণেতার নির্বাচনী প্রচারে হাজির ছিলেন অজি প্রধানমন্ত্রী।
এসময় দৃশ্যপটে কিমের আগমনে প্রথমে সবাই কিছুটা চমকে গেলেও পরে জানা যায় এই কিম আসলে সত্যিকারের কিম নয় বরং কিমের মতো দেখতে একজন। যিনি নিজেকে হাওয়ার্ড এক্স নামে পরিচয় দিয়েছেন।
এসময় গণমাধ্যমের সাথেও কথা বলেছেন এই নকল কিম। তিনি বলেন, ‘ধন্যবাদ, গ্লাডিস লুই অস্ট্রেলিয়ার একজন কমিউনিস্ট প্রার্থী।’
এরপর তাকে আটকায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের এক সহকারী। নিক ক্রেভে নামের সেই সহকারী বলেন, ‘আপনি এ জায়গা থেকে চলে যান, নির্বাচনী প্রচারে আমার দেখা সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা এটি।’
এই কথার জবাবে নকল কিম বলেন, ‘সর্বোচ্চ নেতা (উত্তর কোরিয়ার নেতা কিমকে ইঙ্গিত করে) কী করবে সেটা বলে দেওয়ার আপনি কেউ নন। আমি গ্লাডিস লুইয়ের একজন সমর্থক।’
এরপরই ঘটনাস্থল ত্যাগ করেন নকল কিম।
সূত্র: এবিসি নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল