শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে ‘গোতা গো গামা’ আন্দোলন চালিয়ে যাওয়া বিক্ষোভকারীরা এবার কিছু দাবি জানিয়েছেন। যেখানে তারা তুলে ধরেছেন শ্রীলঙ্কার চলমান সঙ্কট কাটিয়ে ওঠার রূপকল্প।
তাদের প্রথম দাবি হচ্ছে, গোতাবায়াকে দ্রুতই ক্ষমতা ছাড়তে হবে। ভবিষ্যতে শ্রীলঙ্কার রাজনীতিতে সে কোন ধরনের প্রভাব রাখতে পারবে না।
দ্বিতীয়ত, অর্থনৈতিক সঙ্কটের আশু সমাধানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। তবে সেই সরকারের মেয়াদ ১৮ মাসের বেশি হবে না।
তৃতীয়ত, সংবিধানের কয়েকটি ধারায় পরিবর্তন আনতে হবে।
চতুর্থত, সরকারকে অবশ্যই চলমান সঙ্কট নিরসনে জরুরি ব্যবস্থা নিতে হবে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের একটি মানবিক সমাধান করতে হবে।
পঞ্চমত, অন্তবর্তী সরকারের দায়িত্ব পাওয়া সব কর্মকর্তাকে তাদের সম্পদ ও বিনিয়োগের হিসাব প্রকাশ করতে হবে। সাথে অবৈধ সম্পদ যাদের দখলে আছে, তাদের কাছ থেকে আইনি উপায়ে তা উদ্ধার করতে হবে।
ষষ্ঠত, দেশের নাগরিক ও পর্যটকদের অধিকারের প্রতি সম্মান জানিয়ে এমন আইন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
সপ্তম দাবিতে তারা বলেছে, মানুষের মৌলিক অধিকারের বিষয়গুলো সংবিধানে লিপিবদ্ধ করতে হবে।
তাদের অষ্টম ও শেষ দাবি, অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করে সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন দেওয়ার জন্য প্রয়োজনীয় আইন করতে হবে।
সূত্র: মিরর শ্রীলঙ্কা
বিডি প্রতিদিন/নাজমুল