২৫ মে, ২০২২ ১২:৫৫

গাড়ি ফেলে সড়ক অবরোধের মধ্যে পিটিআই নেতাকর্মীদের লংমার্চ শুরু

অনলাইন ডেস্ক

গাড়ি ফেলে সড়ক অবরোধের মধ্যে পিটিআই নেতাকর্মীদের লংমার্চ শুরু

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার এক সংবাদ সম্মেলনে ২৫ রাজধানী অভিমুখে লংমার্চের ঘোষণা দেন। কিন্তু দেশটির সরকার ইমরান খানের লংমার্চ প্রতিরোধের ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পিটিআই নেতাকর্মীদের লংমার্চ ঠেকাতে প্রধান প্রধান মহাসড়কে গাড়ি ফেলে অবরোধ করা হয়েছে। তবে রোডব্লক এবং ধরপাকড় সত্ত্বেও নেতাকর্মীরা ইসলামাবাদ অভিমুখে যাত্রা করছেন।

বহুল প্রতীক্ষিত এই লংমার্চে স্থানীয় সময় বেলা তিনটায় শ্রীনগর হাইওয়েতে দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে ইমরান খানের দেখা করার কথা রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইমরান খান সবাইকে শ্রীনগরে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, নতুন নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়া তিনি থামবেন না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর