২৬ মে, ২০২২ ১১:৫৭

কেন উত্তর কোরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা দিতে চায় জাতিসংঘ?

অনলাইন ডেস্ক

কেন উত্তর কোরিয়ার ওপর আবারও নিষেধাজ্ঞা দিতে চায় জাতিসংঘ?

সংগৃহীত ছবি

সম্প্রতি কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় আবারও উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে চাইছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের আহ্বানে এই ভোটাভুটিতে যাচ্ছে সংস্থাটি।

যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন চীন বলছে, এই নিষেধাজ্ঞা আদতে কোনও কাজে আসবে না।

বুধবার পিয়ংইয়ং ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, এর একদিন পরই বৃহস্পতিবার ভোটে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

২০০৬ সালে পারমাণবিক দেশের কাতারে ঢোকার পর থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞায় আছে উত্তর কোরিয়া।

তবে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন চাইছে না উত্তর কোরিয়ার ওপর আর কোনও নিষেধাজ্ঞা দেওয়া হোক। দেশ দুটি চায় আলোচনার মাধ্যমেই সঙ্কটের সমাধান করতে।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর