দখলদার ইসরায়েল সরকার যেখানে পা রাখার জায়গা পায় সেখানেই নিরাপত্তা বিনষ্ট করে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র উত্তেজনার সৃষ্টি করে, শান্তির বার্তা বহন করে না।
গত বুধবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার অবকাশে প্রেসিডেন্ট রায়িসি ও আলিয়েভ এ বৈঠকে বসেন।
ইরানি প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে অর্জিত হতে পারে। তিনি বলেন, ইরান হচ্ছে দুঃসময়ের বন্ধু, যে কখনো মিত্রদেরকে একা ফেলে চলে যায় না। বৈঠকে তিনি ইরান এবং আজারবাইজানের মধ্যে সম্পর্ক আরো জোরদারের আহ্বান জানিয়ে বলেন- প্রযুক্তিগত, ভূ-রাজনৈতিক ও লজিস্টিক্যাল সক্ষমতাসহ সড়ক যোগাযোগ ও পরিবহন খাতে দুই দেশ ব্যাপকভিত্তিক সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে তার আগের বৈঠকের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক দ্রুত গতিতে বাড়ছে। তিনি বলেন, "আমি আশা করি আমাদের আজকের বৈঠকের পর দুদেশের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া আরো জোরদার হবে এবং সহযোগিতার মাত্রা বাড়বে।"
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক