শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এখনো স্পিকারকে পদত্যাগপত্র পাঠাননি। তার পদত্যাগপত্রের জন্যই এখন অপেক্ষা চলছে দেশটিতে। স্পিকার বলেছেন, বুধবার সন্ধ্যায় ফোন করেছেন গোতাবায়া। তিনি বলেছেন, তার পদত্যাগপত্র পাঠাবেন।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছে রয়টার্স। তবে কাঁদানে গ্যাসের মধ্যে পড়ে শ্বাসকষ্টে ভোগা এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, হাসপাতালে মৃত্যু হওয়া ওই বিক্ষোভকারীর বয়স ২৬। এছাড়া আরও আহত ৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে কাঁদানে গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলাবাহিনী।
বিভিন্ন গণমাধ্যম সূত্রের বরাতে জানা গেছে, গোতাবায়া বর্তমানে সস্ত্রীক মালদ্বীপে আছেন। প্রাইভেট জেটে করে সিঙ্গাপুরে যাওয়ার অপেক্ষায় আছেন তিনি। ক্ষমতাসীন দলের শীর্ষ নেতার বরাতে জানা গেছে, আগামী সপ্তাহে পূর্ণকালীন প্রেসিডেন্ট নির্বাচন করা হতে পারে। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রণিল বিক্রমাসিংহেই প্রথম পছন্দ দলের। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা