ভোলায় আসন্ন ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৮৬৯টি আশ্রয় কেন্দ্র। গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রােল রুম।
আজ শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবেলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজিত ওই সভায় এসব তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় ‘মন্থা’ মোকাবিলায় জেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরগুলো থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার সাত উপজেলায় গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে আজ সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে হালকা বাতাস। মেথনা ও তেতুলিয়া নদীর পানি কিছুটা বেড়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ