কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে মস্কোর সঙ্গে ঐতিহাসিক এক চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। এই চুক্তি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রুশ ধনকুবের রোমান আব্রামোভিচকে।
শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইস্তাম্বুলে তুরস্কের মধ্যস্থতায় জাতিসংঘ প্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা আলোচনার পর দুই পক্ষ এই চুক্তিতে সম্মত হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, খাদ্যশস্য পরিবহনে ইউক্রেন-রাশিয়ার চুক্তি অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে এই রুশ ধনকুবের কি ভূমিকা পালন করেছেন তা স্পষ্ট নয়। তবে কিয়েভ এবং মস্কো উভয়ই ইঙ্গিত দিয়েছে যে তিনি যুদ্ধের পর থেকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন।
এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি বৈঠক করেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেনের প্রতিনিধিরা।
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন যোগানোর অভিযোগ আনা হয় রোমান আব্রামোভিচের বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে ক্লাব চেলসির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী রোমান আব্রামোভিচের সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
সূত্র: আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন