ফিলিপাইনের লুজান দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। খবর ওয়াশিংটন পোস্টের।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন। এতে কয়েক জায়গায় ছোট ভূমিধসসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের একটি প্রদেশে একটি হাসপাতাল ও একাধিক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী ম্যানিলাতেও।
ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, আবা প্রদেশের একটি হাসপাতাল ভূমিকম্পে আংশিক ধসে যাওয়ার পর খালি করা হয়। তবে সেখানে কেউ হতাহত হননি।
জাতীয় ভূমিকম্প সংস্থার পরিচালক রেনাটো সোলিডাম স্থানীয় এক রেডিওকে বলেন, এটা একটা বড় ধরনের ভূমিকম্প। কিছু এলাকায় ভূমিধস হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক