ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আজ বৃহস্পতিবার বিকেলে সমাবেশ চলাকালে এ ঘোষণা দেন তিনি।
তবে সাম্য হত্যার বিচার না পেলে এবং হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতার না করলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করারও হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিল ছাত্রদল।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন