পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছে ‘বসুন্ধরা শুভসংঘ’। উপজেলা সদরে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যার মধ্যে ছিলেন তরুণ সমাজকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকগণ।
সভায় সভাপতিত্ব করেন ফেরদৌস আলম লিটন। আলোচনায় অংশগ্রহণকারীরা তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, এবং ভ্রমণ সম্ভাবনা তুলে ধরে বলেন, পরিকল্পিত উদ্যোগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এই এলাকা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
তেঁতুলিয়ার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা দর্শনের অনন্য সুযোগ, সমতলের চা-বাগান, পাথর শিল্প, শতবর্ষী তেঁতুলগাছ, ঐতিহাসিক ডাকবাংলো, বাংলা বান্ধা জিরো পয়েন্ট, মহানন্দা নদীর পাড়, টিউলিপ বাগান ও কাজি অ্যান্ড কাজি টি স্টেট।
সভায় সর্বসম্মতিক্রমে পর্যটন উন্নয়নে ১২ দফা প্রস্তাবনা পেশ করা হয়:
১. তেঁতুলিয়া চৌরাস্তায় শতবর্ষী তেঁতুলগাছের নিচে একটি মানচিত্র স্থাপন
২. এলোমেলো দোকান পুনর্বিন্যাস ও বর্ণিল সজ্জা
৩. এক কিলোমিটার রাস্তার দুই পাশে গাছ লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি
৪. উন্নত হোটেল, মোটেল, রেস্টুরেন্ট নির্মাণ ও মূল্যতালিকা প্রদর্শন
৫. দর্শনীয় স্থানগুলোতে নামফলক স্থাপন
৬. চৌরাস্তা থেকে ডাকবাংলা পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা
৭. পর্যাপ্ত পার্কিং সুবিধা
৮. রিকশা ও ভ্যানচালকদের নির্ধারিত ভাড়ার তালিকা
৯. পর্যটক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্রিয় অংশগ্রহণ
১০. সীমান্তে মাদক প্রতিরোধে প্রশাসনের কঠোর ভূমিকা
১১. পর্যটন এলাকাগুলো পরিচ্ছন্ন রাখা
১২. পর্যটকদের প্রতি বন্ধুবৎসল আচরণ
আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ড্রাগ ফ্রী বাংলাদেশের নির্বাহী পরিচালক আতিকুজ্জামান শাকিল, শিক্ষক তহিদুল হক ও মাসুদ রানা, রাজনৈতিক ব্যক্তিত্ব আবু বক্কর সবুজ, শাকিল আহমেদ ও ওবায়দুর রহমান, সাংবাদিক এস কে দোয়েল, জুলহাস ও রতন।
বসুন্ধরা শুভসংঘের পক্ষে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি সারোয়ার সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ নিয়ন, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ ও আসলাম আশিক, রক্তদান বিষয়ক সম্পাদক আরিফ, কার্যকরী সদস্য তৌহিদুল হক, মোবারক হোসেন ও রবিউল ইসলাম রতন।
বিডি প্রতিদিন/মুসা