ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বুধবার রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকায় তীব্র শিলাবৃষ্টির ফলে চারজনের মৃত্যু হয়েছে। এতে কয়েক জনের বেশি মানুষও আহত হয়েছেন।
শক্তিশালী ঝড়ের ফলে গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। রাস্তায় জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
ভারতের বাণিজ্য রাজধানী মুম্বাই থেকেও একই রকম দৃশ্য পাওয়া গেছে। যেখানে প্রাক-বর্ষাকালীন বৃষ্টিপাতের ফলে শহরের কিছু অংশ বন্যার সৃষ্টি হয়েছে।
ভারতের আবহাওয়া সংস্থা সতর্ক করে দিয়েছে যে আগামী ৬-৭ দিন ভারতের পশ্চিম উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দিনে প্রায় এক ডজন রাজ্যে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
বুধবার ভারতের অন্যতম ব্যস্ততম দিল্লি বিমানবন্দরে প্রায় ৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে অনেক ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় এক ডজন ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো পরিচালিত একটি বিমান শিলাবৃষ্টিতে আটকে যায়। অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রবল ঘূর্ণিঝড়ের কারণে বিমানটি প্রচণ্ডভাবে কাঁপছিল এবং অনেক যাত্রী সাহায্যের জন্য চিৎকার করছেন।
এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে যে বিমানটি শ্রীনগরে নিরাপদে অবতরণ করেছে। তবে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিমান সংস্থাটি ছবিটির বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বিডি প্রতিদিন/নাজমুল