অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো লুইস দিয়াসের গন্তব্য এখন বায়ার্ন মিউনিখ। লিভারপুলে সাফল্যে মোড়া সময় কাটিয়ে জার্মান জায়ান্টদের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তিতে নতুন যাত্রা শুরু করলেন কলম্বিয়ান ফরোয়ার্ড।
বুধবার (৩০ জুলাই) উভয় ক্লাবের পক্ষ থেকেই এই দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও বায়ার্ন মিউনিখ ট্রান্সফার ফির আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি, তবে ইউরোপীয় গণমাধ্যমের দাবি, দিয়াসকে পেতে তাদের গুণতে হয়েছে প্রায় সাড়ে সাত কোটি ইউরো।
এর আগে প্রথম প্রস্তাবে বায়ার্নের ৬ কোটি ৭৫ লাখ ইউরোর অফার ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। এমনকি মাঝপথে বার্সেলোনা থেকেও একটি প্রস্তাব আসে বলে জানা যায়, যা লিভারপুল গ্রহণ করেনি। অবশেষে, ট্রান্সফার ফি বাড়িয়ে তাকে দলে টানতে সক্ষম হয় বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা।
নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। বায়ার্ন ওয়েবসাইটে এক প্রতিক্রিয়ায় দিয়াস বলেন, 'আমি খুব খুশি। বায়ার্ন মিউনিখের অংশ হতে পারাটা গর্বের বিষয়—এটা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি। আমি আমার খেলার ধরন, মানসিকতা ও ব্যক্তিত্ব দিয়ে দলে অবদান রাখতে চাই। আমাদের লক্ষ্য হবে প্রতিটি শিরোপা জেতা, এবং সে লক্ষ্যে আমরা প্রতিদিন একসঙ্গে কাজ করব।'
২০২২ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন দিয়াস। অ্যানফিল্ডে তার দেড় বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৪৮টি ম্যাচ, করেছেন ৪১ গোল। তার সময়ে ক্লাবটি জিতেছে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও দুটি লিগ কাপ।
বিডি প্রতিদিন/মুসা