দক্ষিণ সিরিয়ার দ্রুজ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দুই দিনব্যাপী সংঘর্ষে নিহতদের মধ্যে ১০ জন সরকার অনুগত লোক এবং বাকি ৭ জন স্থানীয় যোদ্ধা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার সোয়াইদা অঞ্চলে মঙ্গলবার ও বুধবার সশস্ত্র বাসিন্দা এবং সরকার ঘনিষ্ঠ গ্যাং দলের মধ্যে এই সংঘর্ষ হয়।
যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কিছু দিন পূর্বে এই রকম ঘটনায় ৭ জন নিহত হয়েছিলেন।
খবরে বলা হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে এই অঞ্চলটি বাদ ছিল। তবে অর্থনৈতিক সংকটের কারণে সেখানে বিচ্ছিন্নভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়।
খবর অনুসারে, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর দুই ব্যক্তি অপহৃত হলে উত্তেজনা বৃদ্ধি পায়। এই অঞ্চলের বাসিন্দারা সরকার সমর্থিত গ্যাং দলের স্বেচ্ছাচারিতা, সড়ক অবরোধ এবং অপহরণের মতো বিষয় নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিল। সম্প্রতি সেই হতাশা বিক্ষোভে রূপ নেয়।
স্থানীয় সশস্ত্র যোদ্ধারা সরকার সমর্থিত গ্যাং দলের তিনটি ঘাঁটিতে আক্রমণ করে। স্থানীয় যোদ্ধারা দামাস্কাসপন্থিদের ঘাঁটি ঘিরে ফেললে সংঘর্ষ শেষ হয়।
সিরিয়া সরকার এই ঘটনা নিয়ে মন্তব্য না করলেও পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে এবং সমঝোতা চলছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করেছে। যাদেরকে অপহরণ করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল