যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের ১ লাখের বেশি ( ১ লাখ ৪ হাজার) নাগরিক। দেশটির বিশেষ ভিসা পরিকল্পনার অংশ হিসেবে তারা দেশটিতে আশ্রয় পেয়েছেন।
তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, যুদ্ধপীড়িত ইউক্রেনের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে বর্তমান দুটি ভিসা চালু রয়েছে। এরমধ্যে একটা হলো- ‘ইউক্রেন ফ্যামিলি স্কিম’ এবং অন্যটি ‘হোমস ফর ইউক্রেন স্কিম’।
বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার ব্রিটিশ জনগণের উদারতা এবং বন্ধুত্বপূর্ণ মনোভবের জন্য ধন্যবাদ প্রদান করেছে।
যুক্তরাজ্যের শরণার্থী বিষয়ক মন্ত্রী লর্ড হ্যারিংটন বলেন, আমাদের দেশে ইউক্রেনের ১ লাখ নাগরিককে স্বাগত জানানো সম্ভব না দেশের ভেতর উদার মানুষ ছাড়া। তিনি আরও বলেন, এটা গুরুত্বপূর্ণ যে, আমরা ইউক্রেনের নাগরিকদের নিঃস্বার্থ কাজকে স্বীকৃতি দিতে পেরেছি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর থেকে লাখ লাখ ইউক্রেনীয় বাস্তচ্যুত হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল