ইউক্রেনীয় সেনাদের পাল্টা হামলায় রাশিয়ার দখলে থাকা দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে দিনিপ্রো নদীর কাছে অবস্থান নেওয়া কয়েক হাজার রুশ সেনা চরম ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আক্রমণ শুরুর দিকে খেরসন দখলে নেয় রাশিয়া। সম্প্রতি ইউক্রেনীয় সেনারা খেরসনকে রুশ দখলমুক্ত করার অঙ্গীকার করেছেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সেনারা দনিপ্রো নদীর অন্তত তিনটি ব্রিজ হিমারস ব্যবহার করে (দূরপাল্লার রকেট) ক্ষতিগ্রস্ত করেছে।
নিয়মিত গোয়েন্দা বুলেটিনে আরও বলা হয়েছে, রাশিয়ার ৪৯তম সেনাবহর দনিপ্রো নদীর পশ্চিম তীরে অবস্থান নিয়েছে। তারা এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। খেরসনসহ রুশ নিয়ন্ত্রিত আরও কিছু শহর অন্যান্য এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, খেরসন দখলকে অভিযানের সফলতা হিসেবে তুলে ধরার রুশ চেষ্টা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল