চট্টগ্রামের মীরসরাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইদুল হক নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারর সাইদুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর এলাকার আমিনুল হকের ছেলে। সাইদুল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি আল নাহিয়ান খান জয়-লেখক ভট্টাচার্য কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন।
বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাতে বড়তাকিয়া বাজারের অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকার তল্লাশি করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাইদুল হককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ