৮ আগস্ট, ২০২২ ১৩:৪৫

৬ মাসে ৭০ লাখের বেশি পর্যটকের আমিরাত ভ্রমণ

অনলাইন ডেস্ক

৬ মাসে ৭০ লাখের বেশি পর্যটকের আমিরাত ভ্রমণ

২০১৯ সালের প্রথম ৬ মাস দুবাইয়ে ৮০ লাখ ৩৬ হাজার পর্যটক ভ্রমণ করেছিল

চলতি বছরের প্রথম ৬ মাস সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ৭০ লাখের বেশি পর্যটক। এটা গত বছরের এই সময়ের তুলনায় ১৮৩ শতাংশ বেশি।

দুবাইয়ের অর্থনীতি এবং পর্যটন বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ওয়াম রোববার এই তথ্য প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ আল মাখতুম বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী রশিদ আল মাখতুম দুবাইকে আগামী বিশ্বে বসবাস, কর্মক্ষেত্র এবং বিনিয়োগের সেরা স্থানে পরিণত করার লক্ষ্য নিয়েছেন। এর অংশ হিসেবে করোনার পর দুবাইয়ের পর্যটন খাত পুনরায় জেগে উঠেছে। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি আমিরাতের অর্থনীতির সুস্থিরতা এবং গতিশীলতা নির্দেশ করে। আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বৃদ্ধি দুবাইকে বিশ্বের সর্বাধিক ভ্রমণকারী স্থানের উচ্চাকাঙ্ক্ষার পথে রেখেছে।

করোনা ভাইরাস মহামারি হানা দেওয়ার আগে ২০১৯ সালের প্রথম ৬ মাস দুবাইয়ে ৮০ লাখ ৩৬ হাজার পর্যটক ভ্রমণ করেছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে যেসব পর্যটক ভ্রমণ করেছেন তার ৩৪ শতাংশ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের, ২২ শতাংশ পশ্চিম ইউরোপ, ১৬ শতাংশ দক্ষিণ এশিয়া এবং ১১ শতাংশ রাশিয়ার।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর