৮ আগস্ট, ২০২২ ১৫:৩৪

ইউক্রেনে রাশিয়া যা চায় তা পূরণ হচ্ছে: মেদভেদেভ

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়া যা চায় তা পূরণ হচ্ছে: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া যেভাবে চেয়েছে সেভাবে শান্তি অর্জন হচ্ছে।

রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। রুশ গণমাধ্যম তাস-এ এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, ইউক্রেনে তার দেশ যা চায়, সে লক্ষ্য অর্জন করে ছাড়বে।  রাশিয়াকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেনে রাশিয়া বিশেষ অভিযান পরিচালনা করছে। ইউক্রেনে তাদের চাওয়া মোতাবেক শান্তি অর্জন হচ্ছে।

মেদভেদেভ দাবি করেন, ২০০৮ সালে জর্জিয়ায় বৃহৎ ন্যাটো জোট রাশিয়াকে ধ্বংস করতে চেয়েছিল। ইউক্রেনেও পশ্চিমাদের একই লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। সূত্র: বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর