৯ আগস্ট, ২০২২ ১৪:৪০

দনিপ্রো নদীর ব্রিজ ধ্বংস করে খেরসনকে বিচ্ছিন্ন করার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

দনিপ্রো নদীর ব্রিজ ধ্বংস করে খেরসনকে বিচ্ছিন্ন করার দাবি ইউক্রেনের

দনিপ্রো নদীর পর আন্তোনভোস্কি সেতু

যুদ্ধের একেবারে শুরুতে ইউক্রেনের খেরসন অঞ্চল দখল করে নিয়েছিল রাশিয়া। দীর্ঘ যুদ্ধের পর সেই খেরসনে কৌশলগত সুবিধা পাওয়ার দাবি করছে ইউক্রেনের সেনারা।

রাশিয়ার মূল ভূখণ্ড থেকে খেরসনে প্রবেশের অন্যতম রাস্তা দনিপ্রো নদী। নদীর ওপর আন্তোনভোস্কি নামে সেতু ছিল। এতদিন সেই সেতু ব্যবহার করেই খেরসনে সেনা ও রসদ পাঠাত রাশিয়া।

কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হিমার্স অস্ত্র ব্যবহার করে ইউক্রেন এই সেতুতে হামলার তথ্য জানায়। এবার তারা জানাল, সেতুটি নষ্ট করে দেওয়া হয়েছে।

সোমবার আঞ্চলিক ডেপুটি সের্গেই খেলান বলেন, রাতভর গোলাবর্ষণ করে সেতুটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে সেতু পার হয়ে রাশিয়া খেরসনে নতুন করে সেনা বা রসদ পাঠাতে পারবে না। খেরসনে অবস্থিত রাশিয়ার সেনারাও বাইরে যেতে পারবে না। তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা সেতুতে ইউক্রেন সেনাদের গোলাবর্ষণের তথ্য স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, ইউক্রেনের আক্রমণে সেতুটি  ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি। জাহাজের মাধ্যমেও তারা জিনিসপত্র আদানপ্রদান করতে পারবেন বলে জানিয়েছেন। সূত্র: ডয়চে ভেলে 

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর