সরকারি কর্মকর্তাদের যুদ্ধের কৌশল নিয়ে গণমাধ্যমে কথা না বলার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, খোলামেলাভাবে বলতে গেলে- যুদ্ধের কৌশল নিয়ে কথা বলা কাণ্ডজ্ঞানহীন কাজ।
বৃহস্পতিবার এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যুদ্ধ নিশ্চিতভাবে গর্ব করার বিষয় কিংবা উচ্চস্বরে বিবৃতি দেওয়ার বিষয় নয়। প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে যত কম তথ্য প্রকাশ করা হবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেটা তত ভালো।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আপনারা যদি বড় শিরোনাম করতে চান সেটা এক বিষয়। এটা মূলত দায়িত্বজ্ঞানহীন কর্ম। আর যদি ইউক্রেনের বিজয় চান তাহলে প্রতিটি শব্দ বলার আগে আপনাদের সচেতন হতে হবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণ নিয়ে পৃথক খবর প্রকাশ করেছে। ইউক্রেনের কমকর্তাদের (পরিচয় পাওয়া যায়নি) উদ্ধৃতি দিয়ে ওই খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পেছনে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দায়ী।
বিডিপ্রতিদিন/কবিরুল