‘সংশপ্তক’ নাটকে হুরমতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দেশজুড়ে ‘হুরমতি বু’ নামেই পরিচিত হয়ে উঠেছিলেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এ নাটকে ফুটে উঠেছিল দীর্ঘ প্রতীক্ষিতা, জেদি, বিদ্রোহিনী, পাল্টা প্রতিশোধপরায়ণ হুরমতির জীবনছবি। হুরমতি চরিত্রটিতে ফ্রয়েডীয় সমাজ ও জীবনবোধ, তৎকালীন সামন্ত জমিদারতন্ত্রের নিষ্ঠুর অমানবিক জাঁতাকলে পিষ্ট অসহায় নারী নিগ্রহ, পৈশাচিক বর্বর, যুগলাঞ্ছিত নারী স্বাধিকার, বিদ্রোহ তথা ব্যক্তিত্বের সুর প্রজ্বলিত, প্রতিধ্বনিত। সর্বোপরি হুরমতি চরিত্রটিকে বলা যায় খাপখোলা তলোয়ার। এতদিন পর সংশপ্তকে অভিনয়ের স্মৃতি বলতে গিয়ে কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার বলেন, ‘দর্শকের কথা আর কী বলব, হুরমতিকে নিয়ে তাদের যে কৌতূহল দেখেছি, তা বলে বোঝানো যাবে না। মনে আছে, তখন আমরা থাকতাম মগবাজার দিলু রোডে। সেখান থেকে আমরা যেতাম শান্তিনগরে কাঁচা বাজার করতে। বাজারের সব দোকানদার আমাকে ডেকে বলত, ‘হুরমতি বু এদিক আসেন, ভালো মাছ আছে, ভালো সবজি আছে’- এসব বলে দোকানিরা সবাই ডাকাডাকি শুরু করে দিত। যখন শিক্ষকতা করতাম, তখন ছোট্ট একটি ছেলে প্রায়ই আমার কাছে এসে কপালে উঁকি দিয়ে দেখত, এরপর দৌড়ে পালিয়ে যেত। ঘটনা কি জানার জন্য তার মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, ‘আমার কপালে গরম কয়েন দিয়ে ছ্যাঁকা দেওয়ার দাগটি আছে কি না সেটি দেখতে সে বারবার আমার কপালের দিকে উঁকি দেয়। এ কথা শুনে ছেলেটিকে কোলে নিয়ে ভালো করে দেখিয়ে দিয়েছিলাম আমার কপালে পোড়া কোনো দাগ নেই। এমন আরও অনেক ঘটনা আছে, সেসব ঘটনা যখন মনের পর্দায় ভেসে ওঠে, তখন মনে হয় হুরমতি আজও বেঁচে আছে। তাহলে এত নাটক করে কী লাভ হলো। অভিনয়জীবনে তাহলে এই একটি নাটকই যথেষ্ট ছিল।’ তিনি আরও বলেন, ‘সংশপ্তকে ফরীদির (হুমায়ুন ফরীদি) সঙ্গে আমার একটা দৃশ্য ছিল। আমার ঘরে ঢুকেছে রমজান (ফরীদি)। আমার দিকে তার লোলুপ দৃষ্টি। আমার পাশে এসে বসল। আমি সরে গেলাম। আবার এগোলো, আমি সরে গেলাম। তার চোখেমুখে লোভাতুর দৃষ্টি। এর মধ্যে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছল ফরীদি। তার চোখের দিকে তাকানো যাচ্ছে না। ভয়, আতঙ্ক আর লোলুপ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। বলতে পারেন এটা আমার কাছে একটা অবিস্মরণীয় দৃশ্য।’ এ কিংবদন্তি হুমায়ুন ফরীদির সঙ্গে আরও একটি স্মৃতি রোমন্থন করে বলেন, ‘তখন নাটকটি তুমুল জনপ্রিয়। ওই সময় অন্য একটা নাটকের ভয়েস রেকর্ডিংয়ের জন্য আমি, হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফা বাংলাদেশ বেতারে যাচ্ছিলাম। গেটে যেতেই সিকিউরিটি গার্ডরা দূর থেকে ফরীদিকে দেখে বললেন, ওই যে কানকাটা রমজান যায়। এটা শুনে ফরীদি গেল ভয়ংকর রেগে। কঠিন ধমক দিল গার্ডদের। তারপর আমি গিয়ে ঠান্ডা করলাম। বোঝালাম। বললাম, এটাই একজন অভিনেতার আসল প্রাপ্তি ফরীদি। আসলে ফরীদি যেমন অসাধারণ অভিনেতা ছিল, তেমনি একটা ছোট্ট শিশুর মতো মনও ছিল ওর।’
শিরোনাম
- ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত
- সৌম্য না থাকা ও নাঈমের ফেরা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক
- যুক্তরাষ্ট্রের হামলার প্রতি আবারও সমর্থন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
- রাবিতে ঐতিহাসিক পলাশী দিবস পালিত
- যারা মব সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনব : স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুতিনের সঙ্গে আজ বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- ইরানের ৬ বিমানবন্দরে হামলা চালিয়ে ১৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
- সেন্ট মার্টিন নিয়ে শঙ্কার কিছু নেই: পরিবেশ উপদেষ্টা
- ভোটাধিকার হরণে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে: ফারুক
- ‘মব’ সংস্কৃতি সমর্থন করে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- আকাশ প্রতিরক্ষায় ইরানের ভরাডুবি: রাশিয়ার যে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খেসারত
- যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা, পুলিশের বাধা
- ৭০ বছরের শত্রুতা: ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ইতিহাস
- ভোটার হলেন জুবাইদা রহমান
- দেশব্যাপী স্কাউটস কাব কার্নিভালের উদ্বোধন প্রধান উপদেষ্টার
- বগুড়ায় ছাত্রী সেজে শিক্ষক অপহরণ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
- ভালুকা মহিলাদলের সভাপতি শামীমা, সম্পাদক শারমিন
- মাদারীপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলে ফল উৎসব, শিশুদের উচ্ছ্বাস
- পাঁচ বিভাগে ভারি বর্ষণের আভাস
- ‘সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’
আমার কপালে পোড়া কোনো দাগ নেই : ফেরদৌসী মজুমদার
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম