লাহোর কালান্দার্সে খেলেছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। এখন খেলছেন সাকিব আল হাসান। এবার দলটিতে যোগ দেবেন মেহেদি হাসান মিরাজ। পিএসএলে চলতি আসর বন্ধ হয়ে গিয়েছিল দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান যুদ্ধে। বন্ধ হওয়ার আগে খেলেছিলেন রিশাদ। আসর দ্বিতীয়বার শুরু হলে বিসিবির অনাপত্তি ছাড়পত্র নিয়ে খেলছেন সাকিব। এবার দলটিতে খেলার জন্য ২২-২৫ মে, বিসিবি থেকে চার দিনের অনুমতিপত্র পেয়েছেন মিরাজ। পিএসএলের ফাইনাল ২৫ মে লাহোরে। ২২ মে পিএসএলের এলিমিনেটর পর্ব খেলতে আজ ঢাকা ছাড়ছেন স্পিন অলরাউন্ডার মিরাজ। টাইগার স্পিন অলরাউন্ডার এই প্রথম খেলবেন পিএসএলে। চলতি মৌসুমে পিএসএলে খেলা পঞ্চম টাইগার ক্রিকেটার হবেন তিনি। তার আগে পিএসএল খেলতে গিয়েছিলেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ। খেলছেন সাকিব। মিরাজকে লাহোর দলভুক্ত করেছে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে। একটি ম্যাচ খেলার জন্যই লাহোর যাচ্ছেন মিরাজ। যদি ২২ মে এলিমিনেটর পর্বে জয় পায় লাহোর, তাহলে দ্বিতীয় প্লে অফ খেলারও সুযোগ পাবেন তিনি। প্লে অফে জিতলে লাহোরের ফাইনালও খেলবেন তিনি। ১৫৩ টি-২০ ম্যাচে মিরাজ রান করেছেন ২০৯৯ এবং উইকেট নিয়েছেন ১০৭টি। শুধু পিএসএল নয়, এই প্রথম তিনি খেলবেন দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রথমবার দেশের বাইরে টি-২০ লিগ খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত মিরাজ, ‘এলিমিনেটর পর্বের ম্যাচের জন্য তারা আমাকে নিচ্ছে। বিসিবিতে এনওসির আবেদন করেছি। আজই (গতকাল) পেয়ে যাওয়ার কথা। হলে আগামীকাল চলে যাব।’ বিসিবি ইতোমধ্যে চার দিনের খেলার অনুমতি ছাড়পত্র দিয়েছে মিরাজকে।