মাত্র ১৪ বছর বয়সে স্থির করেন ক্যারিয়ারে ১০০ টেস্ট খেলার। তার ঠিক ১৮ বছর পর সেই স্বপ্ন পূরণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান গ্রেনাডা টেস্টে নিজের শততম টেস্ট খেলছেন এ ডান হাতি ওপেনার। প্রথম ইনিংসে কোনো রান পাননি। ওয়ানডে ক্রিকেট খেললেও টি-২০ ক্রিকেট থেকে মুখ ফিরিয়েই রেখেছেন এই ৩২ বছর বয়সি। যার মধ্য দিয়ে অন্যরকম এক রেকর্ডে নিজেকে জড়িয়ে নিয়েছেন এই ক্যারিবীয় তারকা। ক্রিকেট বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন কোনো টি-২০ ম্যাচ ছাড়া। এমনকি খেলেননি ঘরোয়া টি-২০ ক্রিকেটেও। ২০১১ সালে অভিষেক হওয়া ব্র্যাথওয়েট সব মিলিয়ে ৩৯ টেস্টে ক্যারিবিয়ানদের নেতৃত্বে ছিলেন। ক্যারিয়ারে মাত্র ১০ ওয়ানডে খেলেছেন। লাল বলের বিশেষজ্ঞ এই ব্যাটারের আছে ১৯১ ইনিংসে ৫ হাজার ৯৪৩ রান, ১২ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে তাঁর ২১২ রান সর্বোচ্চ।
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে একমাত্র ওপেনার হিসেবে এক টেস্টে দুই ইনিংসেই অপরাজিত থাকার রেকর্ড আছে তাঁর। ২০১৬ সালে শারজায় পাকিস্তানের বিপক্ষে ১৪২ রান করার পর ৬০ রানে অপরাজিত ছিলেন ব্র্যাথওয়েট। ক্রিকেটপাড়ায় যখন দুবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাপক চাহিদা, ঠিক সেই সময়ে স্রোতে গা না ভাসিয়ে ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাটে নিজের মনোযোগ স্থির রেখেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তিনি বলেন, ‘১৪ বছর বয়সে লক্ষ্য ঠিক করেছিলাম আমি ১০০ টেস্ট খেলব। ১৮ বছর পর আমি এখানে দাঁড়িয়ে আছি। নিজের শততম টেস্ট খেলছি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ধন্যবাদ। আমি তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হতে চাই। সাধারণ মানের কেউ হতে চাই না। আমি চাই আমার প্রভাব থাকুক।’